Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ভোগীদের মূল ভাতাভোগী কার্ড ও ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা প্রসঙ্গে-
বিস্তারিত

‘‘একটি জরুরী বিজ্ঞপ্তি’’

 

     এতদ্বারা অত্র ৭নং দাউদপুর ইউনিয়নের সকল বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ভোগীদের জানানো যাইতেছে যে, আপনার মূল ভাতাভোগী কার্ড ও ভোটার আইডি কাডটি অতি সত্বর ৭নং দাউদপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে জমা করার জন্য অনুরোধ করা হইল। জমাদানের শেষ তারিখ আগামী ০৪/১০/২০১২ইং রোজ বৃহস্পতিবার।

 

এছাড়াও অত্র ইউনিয়নের সর্ব সাধারণ কে জানানো যাইতেছে যে, সারা দেশ ব্যপি এক যোগে অনলাইন জন্ম নিবন্ধন চলছে। শূন্য থেকে যে কোন বয়সের ব্যক্তিকে অনলাইন জন্ম নিবন্ধন ভুক্ত হতে হবে। যাহারা এখনও জন্ম নিবন্ধণ কেরননি তাহাদের কে অতি জরুরি ভিত্তিতে ৭নং দাউদপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে যোগাযোগ করার জন্য বলা হইল।-আদেশক্রমে,চেয়ারম্যান,৭নং দাউদপুর ইউনিয়ন পরিষদ,নাবাবগঞ্জ, দিনাজপুর।

            প্রয়োজনে ডায়েল করুণ-০১৭২৩-৯৯৪০৩৬। Web side: daudpurup.dinajpur.gov.bd

ডাউনলোড
প্রকাশের তারিখ
01/10/2012