দিনাজপুর জেলাধীন নবাবগঞ্জ উপজেলা সদর হইতে পূবর্দিকে ০৪(চার) কিলোমিটার দূরে মহাবিদ্যালয়টি অবস্থিত। মহাবিদ্যালয়টি অতি প্রাচীন। মহাবিদ্যালয়টির ক্যাম্পাস ১.৩৩(এক দশমিক তেত্রিশ)একর জমির উপর দন্ডায়মান। মহাবিদ্যালয় ভবনটি প্রাচীর দ্বারা বেষ্টিত এবং সামনে একটি বিশাল খেলার মাঠ রহিয়াছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস