Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন

 

বরাবর,                                                              তারিখ:১৩/০৮/২০১৩ইং।

        চেয়ারম্যান

        ৭নং দাউদপুর ইউনিয়ন পরিষদ

           নবাবগঞ্জ, দিনাজপুর।

 

বিষয়: নিযার্তন  প্রসঙ্গে।

 

 
 

বিবাদীগণ

১। শ্রী গণেশ মুরমু

পিতাঃ জগেন মুরমু

২। শ্যামল মুরমূ

পিতাঃ চিলহু মুরমু

৩। বুধরাই সরেন       

পিতাঃ ধাজু সরেন

৪। মঙ্গল হেমরম

পিতাঃ অজ্ঞাত

৫। ধনীরাম কিসকু

৬। প্রভাস কিসকু

উভয়ের পিতাঃ শুকু কিসকু

৭। বিমল সরেন

পিতাঃ অজ্ঞাত

৮। রিপন মুরমু

পিতাঃ সিবর মুরমু

সবর্সাং খয়েরগুণি

নবাবগঞ্জ, জেলাঃ দিনাজপুর।

 

 

 

 

        বাদী,

১। অভিরাম হাঁসদা

পিতাঃ মৃত-চুন্দু হাঁসদা

সাং- খয়েরগুণি

নবাবগঞ্জ, দিনাজপুর।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

জনাব,

        যথা বিহীত সন্মান পূবর্ক বিনীত নিবেদন এই যে, আমি  বাদী  একজন সহজ সরল আইনের প্রতি শ্রদ্ধ্যাশীল ব্যক্তি হইতেছি। পক্ষান্তরে, বিবাদীগন অত্যান্ত দুদার্ন্ত প্রকৃতির লোক হইতেছে।আমি উল্লেখিত বিবাদীগণের বিরুদ্ধে এই মর্মে লিখিত অভিযোগ আনয়ন করিনতেছি যে, আমার বাড়ীতে ল্যাম্ব  প্লান পার্টনারশীব কমিউনিটি ক্লিনিক প্রকল্পের একজন চাকুরীজিবী নরেন মুরমু (নয়ন) বাসা ভাড়া করিয়া থাকত এবং আমার বাড়ীতে খাওয়া দাওয়া করিত । সে আমার নিকটতম আত্নীয়। তাহার বাড়ীতে বউ বাচ্চা আছে এবং সে বিবাহিত ৪/৫ মাস থাকার পর উক্ত বিবাদীগণ তাহার সহিত আমার মেয়ের সম্পর্ক আছে বলে মনে করিয়া আমাদের উপর অন্যায়ভাবে যখন তখন  অত্যাচার করে। বিবাদীগণের অত্যাচারের ফলে সে বতর্মানে আমার বাড়ীতে থাকে না। এখন বতর্মানে উক্ত বিবাদীগণ ও গ্রামের কতক গুলি লোক মিলিয়া আমাকে ছেলেকে হাজির করে  চায় । নচেৎ আমার বিরুদ্ধে গ্রাম শালিশ করিয়া আমার নিকট ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকার দাবী করে। বিবাদীগণ অহেতুক আমার উপর অন্যায়বাবে অত্যাচার করা ও টাকা জরিমানা বিষয়ে আপনার নিকট ইহার সুষ্ঠ বিচারের জন্য অভিযোগ আনয়ন করিতেছি। স্বাক্ষীগণ ঘটনার বণর্না জানেন।

 

 

        অতএব বিধায় প্রার্থনা উপরোক্ত বিবাদীগণকে  তলব করিয়া বিবাদীগণের হাত হইতে আমাকে রক্ষা ও শান্তি পুর্নভাবে বসবাস করিতে পারি ইহার সুব্যবস্থা করিয়া দিতে আপনার একান্ত মর্জি হয় ।

 

      

 

 

                                                                           নিবেদক

স্বাক্ষীঃ

১। আবুল কালাম

২। সুখি হাঁসদা                                                        (অভিরাম হাঁসদা)

৩। সোলায়মান

আরো অনেক

 

 

বরাবর,                                                              তারিখ:১৩/০৮/২০১৩ইং।

        চেয়ারম্যান

        ৭নং দাউদপুর ইউনিয়ন পরিষদ

           নবাবগঞ্জ, দিনাজপুর।

 

বিষয়: জমি জমা  প্রসঙ্গে।

 

 
 

বিবাদী

১। মোঃ ওবায়দুর রহমান

পিতাঃ মৃত-এমাজ উদ্দীন

সাং মনিরামপুর

২। ইসলাম

৩। আঃ মজিদ

৪। ফুল মিয়া

উভয়ের পিতা-ওসমান

সাং- ঢাকোপাড়া,

নবাবগঞ্জ, জেলাঃ দিনাজপুর।

 

 

 

 

        বাদিনী

১। মোছাঃ কমেলা বেওয়া    

স্বামীঃ- মৃত আঃ সামাদ

সাং- লাউগাড়ী

নবাবগঞ্জ, দিনাজপুর।

 

 

 

 

 

 

জনাব,

       যথা বিহীত সন্মান পূবর্ক বিনীত নিবেদন এই যে, আমি  বাদিনী একজন সহজ সরল আইনের প্রতি শ্রদ্ধ্যাশীল মহিলা হইতেছি। পক্ষান্তরে, বিবাদীগণ অত্যান্ত লোভী ও দুদার্ন্ত প্রকৃতির লোক হইতেছে। আমি এই মর্মে উল্লেখিত বিবাদীগণের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করিতেছি যে,

গত ১০/০৮/১৯৭৭ ইং তারিখে ৩৪৮৪নং দলিলমূলে দাতা মোছাঃ ছাফিয়া বেওয়া স্বামী মৃত- আয়েন উদ্দীন সাং ঈশ্বরপুর আমার নামে খোশ কবলা দলিল করিয়া দেয় যাহার তফসিল নিম্নে উল্লেখ করা হইল। উক্ত সম্পত্তি আমার ভাই ভাগীগণ  ভোগ দখল করিয়া আসিতেছিল। এখন আমার প্রয়োজন হওয়া সম্পত্তি চাইলে বা জমির পর্চা করিতে  যাইয়া দেখি যে, উক্ত নালিশী সম্পত্তি বিবাদী পর্চা করিয়া নিয়াছে। বিবাদীগণের নিকট ইহার বর্ণনা চাহিতে গেলে তাহারা জবাব দেয় যে আমরা উক্ত সম্পত্তি ক্রয় করিয়া নিয়াছি। কিন্তু কাগজ পত্র দেখিতে চাইলে তাহার কোন প্রকার কাগজ পত্র দেখায় না।

 

                                          সম্পত্তির তফসীল

       মৌজাঃ    খতিয়ান          দাগ নং      পরিমাণ

      মালদহ        ৩৫             ৯৪৯ ------------- ০.১৩ শতক

                                      ৯২৯ --------------০.১৪  শতক

                                      ৯২৭ --------------০.০৯     ”

                                      ২২৬ --------------০.১০     ”

                                      ৯১৯  -------------০.১১      ”

                                      ৯২৩ -------------০.৫২      ”

                                      ৯২২ -------------০.২৮      ”

                                     ১০৫৭ ------------০.২৬       ”

                                     ১০৫৮ -----------০.১৬        ”

 

          

         অতএব বিধায় প্রার্থনা উপরোক্ত বিবাদীগণকে তলব করিয়া কাগজ পত্র দেখিয়া  ন্যায় বিচার করিয়া দিতে আপনার একান্ত মর্জি হয় ।

 

                                                                           নিবেদক

 

                                                                        (মোছাঃ কমেলা বেওয়া)