Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
পূর্ণার দহ বিল
বিস্তারিত
নবাবগঞ্জ উপজেলা হতে ৩কিলোমিটার পূর্বে বাস, অটোরিক্সা, ভ্যান, নছিমন ইত্যাদি যানবাহনের মাধ্যমে যাতায়াত করা যায়। এই বিলটি নবাবগঞ্জ উপজেলা থেকে ভাদুরিয়া পর্যন্ত একটি পাকা রাস্তার ধারে অবস্থিত।

* এই বিলটিতে প্রায় ৩৫একর জমি রয়েছে।

* চারিদিকে ঊচুপাড় রয়েছে।

* এই বিলটি প্রতি ০৩বছর পরপর সরকারী ভাবে ডাক হয়।

* অনেক ধরনের মাছ চাষ হয়।

* এর সুন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে।

* এখানে মাছ চাষের পাশাপাশি হাঁস পালনের ব্যবস্থা আছে।

* শাতকালে অনেক ধরনের অতিথি পাখি দেখা যায়।

* এই বিলটির উত্তর পাড়ের ধারে একটি ঈদগাহ মাঠ আছে, যেখানে পাশ্ববর্তী দুইটি গ্রামের মুসলমানবৃন্দ ঈদের নামাজ পড়ে।

* ঈদগাহের পশ্চিম পাশে একটি কবর স্থান আছে।